নারী ও শিশু নির্যাতন এবং ধর্ষন মামলার আসামীরা নিন্ম আদালত এবং উচ্চ আদালত থেকে প্রায়ই জামিন পাচ্ছে। আর এত করে ধষির্তার পরিবার থাকছে নানা আতংকে। আর জামিন মুক্তি পেয়েই ধর্ষকরা সমাজে আবার বুক উচিয়ে হাটছে। এভাবে চলতে থাকলে সমাজে এই ধরনের ঘটনা আরো বৃদ্ধি পাবে। তাই সামািজিক পরিস্থিতি বিবেচনা করে ধর্ষনের মত জঘন্য কাজে জড়িত আসামীদের জামিন দেওয়ার ব্যাপারে কঠোর হওয়ার অনুরোধ করলেন আইনমন্ত্রী আনিসুল হক। আজ বুধবার ঢাকার নিবন্ধন অধিদপ্তরে আয়োজিত জেলা ও দায়রা জজ এবং সমমর্যাদার বিচারকদের নতুন গাড়ির চাবি বিতরন অনুষ্ঠানে এ অনুরোধ করেন আইনমন্ত্রী আনিসুল হক।