পারস্য উপসাগরে কয়েকটি ইরানি নৌকা বৃটিশ ট্যাংকার আটকানোর চেস্টা করেছে বলে অভিযোগ করেছে যুক্তরাজ্য। তবে বৃটিশ নৌবাহিনীর যুদ্ধ জাহাজ এইচএমএস মনট্রোজ এর কারনে সে চেস্টা ব্যার্থ হয়। মাকির্ন কর্মকর্তাদের বরাতে দেশটির সংবাদ মাধ্যম জানায়, বৃটিশ হ্যারিটেজ নামের ট্যাংকারটি হরমুজ প্রনালী অতিক্রমের সময় তিনটি ইরানি নৌকা এসে জাহাজটির পথ আটকে দ্বাড়ায়। এ সময় এর পাহাড়ায় থাকা বৃটিশ নৌবাহিনীর যুদ্ধ জাহাজ এইচএমএস মনট্রোজ ওই নৌকাগুলোর ওপর অস্ত্র তাক করে ধরে তাদের কে পথ থেকে সরে যেতে বলে। অবস্থা আর অস্ত্রের দিক থেকে দুর্বল নৌকাগুলো শেষ পর্যন্ত কোন প্রকার ক্ষতি বা গন্ডগোল ছাড়াই সেখান থেকে সরে যায়। এবং এর পর বৃটিশ হেরিটেজ নিরাপদে প্রশান্ত মহাসাগরে পৌছায়। ইরান অবশ্য এই অভিযোগের দায় অস্বীকার করেছে।