গত পর্বে আমরা আলোচনা করেছি বিবাদীর উপস্থিতিতে দেওয়ানী মামলা পরিচালনার নিয়ম। আজকের পর্বে আমরা আলোচনা করবো বিবাদী যদি সমন পেয়ে আদালতে উপস্থিত না হয় তাহলে সেই ক্ষেত্রে দেওয়ানী মামলার কার্যক্রম কিভাবে চলবে সেই বিষয়টি নিয়ে।
৩য় ধাপে সমন ইস্যূ হওয়ার পরে বিবাদী যদি আদালতে উপস্থিত না হয় তাহলে সেক্ষেত্রে
৪র্থ ধাপঃ আদালত একতরফা ভাবে বাদীর বক্তব্য শুনানী করবেন।
৫ম ধাপঃ এর পর আদালত একতরফা ভাবেই সাক্ষ্য গ্রহন করবেন।
৬ষ্ঠ ধাপঃ একতরফা সাক্ষ্য গ্রহন শেষ হলে আদালত একতরফা ভাবেই আদেশ প্রদান করবেন।
৭ম ধাপেঃ আদালত ডিক্রি প্রদান করবেন।