রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় ইয়াবার রমরমা ব্যবসা জমিয়েছিল একটি চক্র, যা নিয়ন্ত্রণ করতো মা শিউলি আক্তার (৫২) এবং তার ছেলে ইমরান হোসেনের (৩৪) নেতৃত্বাধীন চক্র।
ব্যবসায় সহায়তা করতো তাদেরই পরিচিত ঝরনা বেগম (৫০) ও মনসুর আক্তার (২৯)। মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) রাজধানীর পূর্ব বাসাবো ও যাত্রাবাড়ী এলাকায় অভিযান পরিচালনা করে ৮৮০০ পিস ইয়াবাসহ চার জনকে গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর বেশ কিছু তথ্য পেয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের কর্মকর্তারা।
তারা বলছেন, কক্সবাজার থেকে নিজেরাই বিভিন্নভাবে রাজধানীতে মাদকের সরবরাহ করতো। গ্রেফতারকৃতরা তিনদিনের রিমান্ডে রয়েছে। রিমান্ডে তাদের কাছ থেকে আরও বিস্তারিত তথ্য জানা সম্ভব হবে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের এক কর্মকর্তা বলেন, গ্রেফতারকৃত চার জন রাজধানীর যাত্রাবাড়ীতে নতুনভাবে মাদকের সিন্ডিকেট গড়ে তুলতে চেয়েছিলেন। এ কারণেই তারা নিজেরাই কক্সবাজার গিয়ে ইয়াবা সংগ্রহ করতো। পরে নিজেরাই বিভিন্ন মাধ্যম ব্যবহার করে রাজধানীতে এসব ইয়াবা নিয়ে আসতো।
স্বীকার না করলেও তারা যে বেশ কয়েক বছর ধরেই মাদক ব্যবসার সঙ্গে জড়িত, সে বিষয়ে তথ্য রয়েছে বলেও জানান অধিদফতরের কর্মকর্তারা। সিন্ডিকেটে মা-ছেলে মিলে সিন্ডিকেটটি নিয়ন্ত্রণ করতো। তাদের সহায়ক হিসেবে কাজ করতো ঝরনা বেগম ও মনসুরা আক্তার। নারী হওয়ার কারণে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিতে বিভিন্ন কৌশল অবলম্বন করতে তারা কক্সবাজার থেকে ইয়াবা নিয়ে আসার জন্য।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর ঢাকা মেট্রো দক্ষিণ উপ পরিচালক মাসুদ হোসেন বলেন, গ্রেফতারকৃত চারজনের বিরুদ্ধে সবুজবাগ ও যাত্রাবাড়ী থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। জিজ্ঞাসাবাদে তাদের কাছ থেকে বেশ কয়েকজনের সম্পর্কে আমরা তথ্য পেয়েছি। সেসব ব্যক্তির পরিচয় শনাক্ত এবং গ্রেফতারে আমরা আমাদের অভিযান পরিচালনা করছি।