মামুনুল হক আজ নারায়নগঞ্জের সোনারগাওয়ে স্ত্রী নিয়ে বেড়াতে গিয়েছিলেন। হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাস’চিব মাওলানা মামুনুল হক সোনারগাও যাদুঘর থেকে ফেরার পথে স্ত্রীর আবদারে বেড়াতে যান সোনারগাও রয়েল রিসোর্ট। এই রিসোটের্ দুপুরে তারা বিশ্রাম নিচ্ছিলেন। রিসোর্ট এ প্রবেশের পরই মামুনুল হককে চিনতে পেরে স্থানীয় লোকজন মামুনুল হক নারী নিয়ে রিসোর্ট এ প্রবেশ করেছেন এমন হৈ চৈ শুরূ করলে যুবলীগের কয়েকজন মিলে তাকে আটক করেন এরপর তারা পুলিশে ফোন দেন। এদিকে লাইভে দেখা যায় যুবলীগ আওয়ামী লীগ এর লোকজন মামুনুল হককে নানা ভাবে হেনস্থা করছেন। এই ঘটনায় ইতিমধ্যেই মামুনুল হক লাইভে তার সুস্পস্ট বক্তব্য রেখেছেন। এবং বলেছেন ঐ নারী তার স্ত্রী। বিষয়টি নিয়ে মামুনুল হকের বড় ভাই এবং ভাগ্নে পৃথক ভাবে বলেছেন ঐ নারী মামুনুল হকের বিবাহিতা ২য় স্ত্রী।