1. admin@adalatnews.com : Admin :
  2. juristcommunication@gmail.com : muradjc :
মোটর সাইকেল চালকের করণীয় - আদালত নিউজ
বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩, ০৯:১২ অপরাহ্ন

মোটর সাইকেল চালকের করণীয়

Reporter Name
  • Update Time : সোমবার, ১০ জানুয়ারী, ২০২২
  • ৭৮৬ Time View
মোটর সাইকেল চালকের করণীয়।
মোটর সাইকেল চালকের করণীয়।

মোটর সাইকেল চালকের করণীয় যে সকল বিষয় তা সড়ক পরিবহন আইন 2018 অনুযায়ী নির্ধারণ করা, মোটর সাইকেল চালকের করণীয় সম্পর্কে নিন্মে আলেচনা করা হলো।

1.তিনটা পেপারের যে কোন একটি না থাকলে অবশ্যই আপনার নামে মামলা হবে ……

ক.রেজিষ্ট্রেশন পেপার

খ. ট্যাক্স টোকেন

গ. ড্রাইভিং লাইসেন্স

2. ট্যাক্স টোকেন ও ড্রাইভিং লাইসেন্স এর মেয়াদ থাকতে হবে । না থাকলে অবশ্যই আপনার নামে মামলা হবে ,

রেজিষ্টেশন পেপার এর মেয়াদ লাগবেনা ।

3. সেকেন্ড হ্যান্ড বাইক কিনছেন কিন্তু নাম ট্রান্সফার বা পরিবর্তন করেননি ,অবশ্যই আপনার নামে মামলা হবে ।

4. লার্নার পেপার আছে কিন্তু পরীক্ষা, ছবি তোলা এবং ফিংগার  দেননি এখনো ,অবশ্যই আপনার নামে মামলা হবে ।

5. বাইক ড্রাইভ করার সময় হেলমেট পরেননি অথবা আপনি পরেছেন কিন্তু আপনার পিছে যে আছে সে পরেনি ,অবশ্যই আপনার নামে মামলা হবে ।

6. ট্রাফিক/রোড সিগনাল না মানলে অবশ্যই আপনার নামে মামলা হবে ।

7. উল্টা পথে আসলে অবশ্যই আপনার নামে মামলা হবে ।

8. ব্রেক লাইট না জ্বললে, ইন্ডিকেটর লাইট ভাংগা বা না থাকলে, রাতে হেড লাইট না জ্বালালে অবশ্যই আপনার নামে মামলা হবে ।

9. ড্রাইভ করার সময় মোবাইলে কথা বললে অথবা নেশা করে ড্রাইভ করলে অবশ্যই আপনার নামে মামলা হবে ।

10. অনুমতি ব্যতিত বাইক মোডিফাই করলে, রঙ পরিবর্তন করলে, VIP হর্ন ব্যবহার, ফগ লাইট ব্যবহার, হ্যালোজেন লাইটের জায়গায় LED হেডলাইট ব্যবহার করলে অবশ্যই আপনার নামে মামলা হবে ।

11. বাইকে ২জন এর অধিক যাত্রি থাকলে অবশ্যই আপনার নামে মামলা হবে ।

12. অবৈধ ভাবে পার্কিং করলে অবশ্যই আপনার নামে মামলা হবে ।

11. সরকারি কাজে বাধা সৃষ্টি/পুলিশ এর কাজে বাধা সৃষ্টি করলে অবশ্যই আপনার নামে মামলা হবে ।

12. ফুটপথে মোটরসাইকেল চালালে অবশ্যই আপনার নামে মামলা হবে ।

13. লুকিং গ্লাস/ সেফটি গ্লাস না থাকলে অবশ্যই আপনার নামে মামলা হবে ।

উপরের বিষয়গুলি মেনে চলুন তা হলে মামলা এড়ানো সহজ হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category

ক্যাটাগরি

© All rights reserved © 2022 AdalatNews

Developed By AdalatNews