1. admin@adalatnews.com : Admin :
  2. juristcommunication@gmail.com : muradjc :
সরকারি ও বেসরকারী দলিল কোনগুলি? রেজিষ্টার কর্তৃক ইস্যুকৃত কবলা দলিলের জাবেদা নকল কি পাবলিক ডকুমেন্টস?  - আদালত নিউজ
বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩, ০৮:৫০ অপরাহ্ন

সরকারি ও বেসরকারী দলিল কোনগুলি? রেজিষ্টার কর্তৃক ইস্যুকৃত কবলা দলিলের জাবেদা নকল কি পাবলিক ডকুমেন্টস? 

Reporter Name
  • Update Time : শনিবার, ৪ ডিসেম্বর, ২০২১
  • ৭৭৮ Time View
সরকারি-দলিল
সরকারি-দলিল

সাক্ষ্য আইনে দলিলকে দুইটি ভাগে ভাগ করা হয়েছে : ১। সরকারী দলিল এবং ২। বেসরকারী দলিল । কোন গুলো সরকারী দলিল তা ৭৪ ধারায় এবং কোন গুলো বেসরকারী দলিল তা ৭৫ ধারায় আলোচনা করা হয়েছে ।

সরকারী দলিল (Public Documents):

নিম্নলিখিত দলিল গুলো সরকারি দলিল।

১। যে সকল দলিল :

ক) কোন সার্বভৌম কর্তৃপক্ষের

খ) সরকারী প্রতিষ্ঠান অথবা ট্রাইবুনালের এবং

গ) বাংলাদেশের অথবা কমনওয়েলথয়ের কোন অংশের বা বিদেশের আইন প্রনয়ণকারী, বিচার বিভাগীয় অথবা শাসন বিভাগীয় কোন কর্মকর্তার

কার্য বা কার্যের রের্কড (লিপিবদ্ধ বিবরণ)।

২। বাংলাদেশে সরকারিভাবে রক্ষিত ব্যক্তিগত দলিলের রের্কড ।

সরকারী দলিল হলো সরকারী দায়িত্ব পালনে সরকারী কর্মকর্তা কর্তৃক তৈরীকৃত দলিল । ৭৪ ধারার মূল কথা হলো কোন দলিল তখনই সরকারী দলিল বলে গণ্য হবে যদি উক্ত দলিল সরকারী কর্মকর্তার কার্যের রেকর্ড হয়।  মামলার রায়, ডিক্রি সরকারী

দলিল কারণ এই গুলো সরকারী কর্মকর্তাদের কাজ ।

৭৪ ধারা অনুযায়ী কোন দলিলকে সরকারী দলিল বলে গণ্য করা যাবে না, যতক্ষণ পর্যন্ত না এটা প্রমাণ করা যায় না যে সরকারী দায়িত্ব পালনে সরকারী কর্মকর্তা কর্তৃক কোন দলিল তৈরী করা হয়েছে । কোন দলিল সরকারী অফিসে রাখা হয়েছে শুধুমাত্র এই কারণে উক্ত দলিলকে সরকারী দলিল বলে গণ্য করা যাবে না | আরজি এবং লিখিত জবাব আদালতে দাখিলের পর এবং নিবন্ধন (নথিভুক্ত) করা হলে তখন তা  সরকারী দলিল বলে গণ্য হবে ।

কিন্তু ৭৪ (২) ধারা অনুযায়ী বাংলাদেশে সরকারিভাবে রক্ষিত ব্যক্তিগত দলিলের রের্কড সরকার দলিল বলে গণ্য হবে। বিক্রয় চুক্তি নিবন্ধিত হলে তা সরকার দলিল।

বেসরকারী দলিল [Private Documents]:

সাক্ষ্য আইনের ৭৫ ধারায় বলা হয়েছে সরকারী দলিল বাদে বাকি দলিল বেসরকারী দলিল। যেমন বিক্রয় চুক্তিপত্র, ইজারা দলিল ইত্যাদি।

রেজিস্ট্রেশন অফিসার কর্তৃক ইস্যুকৃত কবলা দলিলের জাবেদা নকল পাবলিকডকুমেন্টস কিনা?

সাক্ষ্য আইনের ৭৬ ধারায় সরকারী দলিলের সইমোহর নকল সম্পর্কে আলোচনা করা হয়েছে । এই ধারায় বলা হয়েছে, যদি কোন সরকারী দলিল জন সাধারণের জন্য উন্মুক্ত থাকে, তাহলে এর নকল যে ব্যক্তি পাওয়ার জন্য আবেদন করবে তাকে সরবরাহ করবে । যদি সাক্ষ্য আইনের ৭৬ ধারার শর্ত সাপেক্ষে রেজিস্ট্রেশন অফিসার কর্তৃক কবলা দলিলেল জাবেদা নকল সরবরাহ করা হয়, তাহলে তা সরকারী দলিল বলে গণ্য হবে । কারণ দলিলটি সরকারী কর্মকর্তা কর্তৃক তার সরকারী দায়িত্ব পালনে তৈরী এবং সংরক্ষণ করেছে এবং নকল সরবরাহ করেছে ।

তবে সেই ক্ষেত্রে নিম্নলিখিত শর্ত পূরণ হতে হবে:

১। জাবেদা নকলটি সঠিক হতে হবে ।

২। রেজিস্ট্রার ঘোষণা করবে যে, জাবেদা নকলটি মূল দলিলের নকল ।

৩| নকল প্রবাহের তারিখ থাকতে হবে ।

৪। কর্মকর্তার নাম এবং কর্মকর্তার পদবী উল্লেখ থাকতে হবে ।

৫। অফিসের সীল থাকতে হবে ।

ধন্যবাদান্তে,

জুরিস্ট কমিউনিকেশন ল ফার্ম

মোবাইলঃ 01886012863

ইমেইলঃ juristcommunication@gmail.com

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category

ক্যাটাগরি

© All rights reserved © 2022 AdalatNews

Developed By AdalatNews