সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সদস্যপদ গ্রহণের জন্য যে সকল আইনজীবীবৃন্দ আবেদনপত্র জমা দিয়েছেন তাদের সাক্ষাৎকারের সময়সূচী আগামী ১৫ থেকে ১৭ ই ফেব্রুয়ারি নির্ধারন করা হয়েছে। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাধারন সম্পাদক এ. এম. মাহবুব উদ্দিন খোকন কতৃর্ক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয় আগামী ১৫ ফেব্রুয়ারি সিরিয়াল ১ থেকে ৭০০ পর্যন্ত প্রার্থীদের সাক্ষাৎকার সকাল ১০.০০ টায়, ১৬ ফেব্রুয়ারি সিরিয়াল ৭০১ থেকে ১০০০ পর্যন্ত এবং ১৭ ফেব্রুয়ারি সিরিয়াল ১০০১ থেকে ১৩০০ পর্যন্ত প্রার্থীদের সাক্ষাৎকার বিকেল ৪.০০ টায় সমিতির সভাকক্ষে অনুষ্ঠিত হবে।
একইসঙ্গে সাক্ষাৎকারের সময় মূল সার্টিফিকেটসহ যথাসময়ে আবেদনকারী আইনজীবীদের উপস্থিত থাকতে বলা হয়েছে বিজ্ঞপ্তিতে।