বিগত বেশ কয়েক মাস ধরেই বিভিন্ন সময়ে সুপ্রীম কোর্ট আইনজীবী সমিতির ক্যান্টিনে অসাস্থ্যকর ও নিম্ন মানের খাবার পরিবেশন এর কারনে প্রতিনিয়তই আইনজীবীগন অভিযোগ তুলেছেন। খাবারের মধ্যে সিগারেটের স্পন্জ, ম্যাচের কাঠি, সহ আরো নানা অযাচিত বস্তু খুজে পাওয়া যায়। এমনকি অত্র ক্যান্টিনের পেয়াজুর মধ্যে কার্টনের বড় পিন খুঁজে পাওয়ার পর বিক্ষুদ্ধ আইনজীবীরা আইনজীবী ক্যান্টিনটি অনিদির্ষ্ট কালের জন্য তালা মেরে বন্ধ ঘোষনা করেন।তাৎক্ষনিকভাবে অত্র ক্যান্টিনকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। অত্র ঘটনার প্রেক্ষিতে গত ১লা জুলাই ২০১৯ইং তারিখে সুপ্রীম কোর্ট আইনজীবী সমিতি জনসাধারনের নিকট দরপত্র আহবান করেন। অত্র দরপত্রে বিশেষ ভাবে মানসম্মত খাবার পরিবেশন ও পরিচালনায় অভিজ্ঞ ও দক্ষ ব্যাক্তি বা প্রতিষ্ঠানকে দরপত্র দাখিল করতে বলা হয়। আগ্রহী দরপত্র দাতাদেরকে সরেজমিনে ক্যান্টিন পরিদর্শন ও খাবারের দাম নির্ধারন করে দরপত্র দাখিল করতে বলা হয়।
দরপত্র অফিস চলাকালীন সময়ে ৩০০০ টাকার (অফেরতযোগ্য) বিনিময়ে পাওয়া যাবে। দরপত্র সুপ্রীম কোর্ট আইনজীবী সমিতির সেক্রেটারী বরাবর দাখিল করতে হবে। দরপত্র দাখিলের শেষ সময় আগামী ১০ ই জুলাই।