মহামান্য হাইকোর্ট বিভাগের বিচারপতি এবং আইনজীবীদের অস্থায়ী ভাবে পোশাক পরিবর্তন করা হয়েছে। গত ৩০ শে মার্চ ২০২১ তরিখে এ সিদ্ধান্ত নেওয়া হয়। মুলত করোনা মহামারী প্রদুর্ভাবের কারনেই এ সিদ্ধান্ত গৃহীত হয়।
হাইকোর্টে বিচারপতি এবং আইনজীবীদের কালো কোট না পড়ে টার্নড আপ সাদা কলার ও সাদা ব্যান্ডসহ সাদা শার্ট ও প্যান্ট/শাড়ী বা সালোয়ার কামিজ পরিধান করতে বলা হয়। এমনকি শুনানী চলাকালেও এ পোশাক পরিধানের কথা উল্লেখ করা হয়। করোনা মহামারীর কারনেই এ সিদ্ধন্ত নেওয়া হয়।
এদিকে গত কয়েকদিনের তীব্র দাবদাহের কারনে গায়ে কালো কোর্ট পরে শুনানীতে অংশ নেওয়া আইনজীবীদের জন্য বেশ কস্টদায়ক ও অস্বস্তিকর হয়ে পড়েছে। এমন একটি পরিস্থিতিতে এই সিদ্ধান্তের কারনে আইনজীবীরা সন্তুস্টি প্রকাশ করেছেন।