অস্ট্রেলিয়ায় গাড়ি চুরি করে ৯০০ কিলোমিটার পাড়ি দিল চার শিশু। হ্যা ঘটনাটি শুনে অবাক করার মত হলেও এটিই সত্য। ১০ থেকে ১৪ বছর বয়সী চার শিশুর মধ্যে তিনজন ছেলে আর একটি মেয়ে। অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস পুলিশ জানায়, কুইন্সল্যান্ড এর গ্রেসমেয়ার শহর থেকে এই চার শিশু তাদের নিজেদেরই এক অভিভাবকের গ্যারেজ থেকে চুরি করে এই গাড়িটি। এবং শুধু তাই নয় তারা পরিবারের কাছে একটি বিদায়ী চিঠি রেখে যায়। আর পাড়ি দেয় প্রায় পুরো ৯০০ কিলোমিটার। পুলিশ জানায় এত দুরের পথে তারা প্রায় ১০ ঘন্টা গাড়ি চালিয়েছে। বিষয়টি নিয়ে পুলিশ তাদের অভিভাবকের সাথে কথা বলেই তাদের বিরূদ্ধে কি ব্যবস্তা নেবে তা ঠিক করবে।