কাকাতুয়া প্রজাতির পাখি হচ্ছে কোরেলা। গত ৯ ও ১০ ই জুলাই অস্ট্রেলিয়ার এডিলেডের একটি মাঠে প্রায় ৬০ টির বেশী কোরেলা পাখি পড়ে থাকতে দেখা যায। বিশেষজ্ঞদের ধারনা বিষক্রিয়ার কারনে পাখিগুলো মারা গেছে। তবে প্রকৃত কারন এখন ও জানা যায়নি। এ বিষয়ে প্রানী সম্পদ বিভাগ একটি তদন্ত কমিটি গঠন করেছে। তদন্তের পরই বোঝা যাবে একসাথে এত পাখি মৃত্যুর কারন। অস্ট্রেলিয়ায় লম্বা ঠোট এবং ছোট ঠোট বিশিস্ট দুই প্রজাতির পাখিই সংরক্ষিত পাখির তালিকায় আছে।