1. admin@adalatnews.com : Admin :
  2. juristcommunication@gmail.com : muradjc :
আজ পার্থ গোপাল বণিকের রায় - আদালত নিউজ
শুক্রবার, ০২ জুন ২০২৩, ০৫:৫৯ অপরাহ্ন

আজ পার্থ গোপাল বণিকের রায়

Reporter Name
  • Update Time : রবিবার, ৯ জানুয়ারী, ২০২২
  • ৪৮০ Time View
আজ পার্থ গোপাল বণিকের রায়।
আজ পার্থ গোপাল বণিকের রায়।

আজ পার্থ গোপাল বণিকের রায় দিতে পারে আদালত – অনিয়ম-দুর্নীতির দায়ে বরখাস্ত পার্থ গোপাল বণিক উপ-কারামহাপরিদর্শক (ডিআইজি প্রিজন্স) বিরুদ্ধে দুদকের করা মামলায় আজ পার্থ গোপাল বণিকের রায় ঘোষণা করবেন আদালত।

ঢাকার বিশেষ জজ আদালত-৪-এর বিচারক শেখ নাজমুল আলম আজ দুপুর ১২টার পর এ রায় ঘোষণা করবেন বলে আশা করা যায়।গত ২৭ ডিসেম্বর রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তিতর্ক শুনানি শেষে বিচারক এ রায়ের দিন ধার্য করেন।

২০১৯ সালের ২৭ জুলাই ডিআইজি প্রিজন্স পার্থ গোপাল বণিক চট্টগ্রামে দায়িত্ব পালন করছিলেন। তখন তিনি ক্ষমতার অপব্যবহার করে জ্ঞাত আয়বহির্ভূত ৮০ লাখ টাকা অর্জন করেন এবং সেই টাকা নিজের বাসার ক্যাবিনেটে লুকিয়ে রাখেন বলে অভিযোগ ওঠে। এক অভিযানে তাঁর বাসা থেকে ওই টাকা জব্দ করা হয়েছিলো।

অভিযোগপত্রে বলা হয়, আসামি পার্থ গোপাল বণিক গত বছরের ২৮ জুলাই দুদকে হাজির হয়ে অনুসন্ধান টিমের কাছে বক্তব্য প্রদান করেন। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে পার্থ গোপাল বণিক জানান, তাঁর বাসায় ৩০ লাখ টাকা নগদ আছে। এ টাকার বৈধ উৎস তিনি দেখাতে পারেননি। পরে অভিযান চালিয়ে তাঁর বাসা থেকে ৮০ লাখ টাকা জব্দ করা হয়।

এ মামলায় হাইকোর্টে একাধিকবার আবেদন করেও তিনি জামিন পাননি। পরে নিম্ন আদালত থেকে জামিন পেলেও পরবর্তীকালে তা বাতিল করেন হাইকোর্ট। বর্তমানে তিনি এখন কারাগারে আটক রয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category

ক্যাটাগরি

© All rights reserved © 2022 AdalatNews

Developed By AdalatNews