উকিল নোটিশ পেলে আপনার করণীয় কি তা নিয়ে আজকের আলোচনা উকিল নোটিশ মানেই মামলা নয়। কারো বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে সাধারণত আইনজীবীর মাধ্যমে বাদী যে নোটিশটি পাঠায় তাকে বলে লিগ্যাল নোটিশ বা উকিল নোটিশ , উকিল নোটিশ পেলে আপনার করণীয় কি তা নিয়ে নিন্মে আলোচনা করা হলো ।
উকিল নোটিশ মামলা নয়, মামলা-মোকদ্দমা করার পূর্বপ্রস্তুতি । আইনজীবীর মাধ্যমে প্রতিপক্ষের কাছে অভিযোগ তুলে ধরা হয় উকিল নোটিশের মাধ্যমে এ ছাড়া অন্য কিছু নয় ।
পারিবারিক বিষয়, জমিজমা থেকে শুরু করে আর্থিক বিষয়ে যেকোনো আইনি বিরোধ থাকলেই উকিল নোটিশ পাঠানো যায়। নোটিশে একটি নির্দিষ্ট সময়সীমা দেওয়া হয় এবং অনুরোধ করা হয় এ সময়সীমার মধ্যে বিরোধের সমাধান করতে। না হলে বিবাদী বা আসামির বিরুদ্ধে কোন ধারায় বা কী ধরনের মামলা করবে তা সতর্ক করে দেওয়া হয়।
নোটিশ পেলে আপনার করণীয়:
কোনো ব্যাক্তি যদি উকিল নোটিশ পেয়ে থাকেন তাহলে অস্থির না হয়ে সমস্যার সমাধান করুন। নোটিশ প্রেরকের সঙ্গে যোগাযোগ করুন অন্যথায় আপনি একজন আইনজীবীর কাছে গিয়ে উকিল নোটিশটি দেখান এবং আপনার সাথে নোটিশ প্রেরকের আসলে কোনো ধরনের বিরোধ রয়েছে কি না সেটা বুঝিয়ে বলুন। সে ক্ষেত্রে আইনজীবী আপনাকে আইনি পরামর্শ দেবেন। আর এতে আপনার বিরুদ্ধে মামলা মোকদ্দমা হওয়ার আগে ঝামেলা সমাধান করে ফেলতে পারবেন।
মিথ্যা নোটিশ হলে:
আইনজীবীগণ নোটিশ প্রেরকের মৌখিক কথা শুনে উকিল নোটিশ পাঠিয়ে দেন। এসব ক্ষেত্রে আইনজীবীর জন্য যাচাই-বাছাই করা কঠিন হয়ে থাকে। যদি নোটশটি মিথ্যা বলে মনে হয় তাহলে আপনি আপনার আইনজীবীর মাধ্যমে ঘটনা মিথ্যা ও ভিত্তিহীন বলে উকিল নোটিশের জবাব দিতে পারেন।