অবশেষে উড্ডয়নের মাত্র ৫৬ মিনিট আগে চাদেঁ মহাকাশযান চন্দ্রযান-০২ পাঠানো স্থগিত হলো ভারতের। গত রোববার রাত ২টা ৫১ মিনিটে শ্রীহরিকোটা মহাকাশ স্টেশন থেকে চাঁদের উদ্দেশ্যে যাত্রা শুরু হওয়ার কথা ভারতীয় মহাকাশযান চন্দ্রযান-০২ এর। কিন্তু যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় ভারতীয় মহাকাশ গবেষনা কেন্দ্র এই যাত্রাকে সাময়িকভাবে স্থগিত ঘোষনা করে। তবে খুব শীঘ্রই সব ত্রুটি কাটিয়ে চন্ত্রযান-০২ চাদেঁর দক্ষিন অংশে অবতরন করার জন্য প্রস্তুত হবে বলে জানিয়েছে ভরতীয় স্পেস সেন্টার। ভারতের এই যাত্রা সফল হলে চাদেঁর মাটিতে পা রাখা ৪র্থ দেশ হিসেবে ইতিহাস গড়বে ভারত। এই মিশন পরিচালনার জন্য ভারতের ব্যয় হবে ১৫ কোটি ডলার! যা বাংলাদেশী টাকায় প্রায় ১২৬৮ কোটি টাকা!।