লকডাউনে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং চীফ মেট্রোপলিটন আদালতের কার্যক্রম সীমিত থাকবে। করোনা মোকাবেলায় সরকার ০৫ এপ্রিল ২০২১ থেকে ১১ এপ্রিল ২০২১ পর্যন্ত সারাদেশে লকডাউন জারী করেছে। সূপ্রীম কোর্ট এর রেজিস্টার কতৃর্ক ইস্যুকৃত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনা পরিস্থিতি নিয়ন্ত্রনে লকডাউনের এই সময়টাতে চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আর চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের কার্যক্রম সীমিত করা হয়েছে। পাশাপাশি অন্যান্য সকল অধস্তন আদালত/ট্রাইবুনাল এর কার্যক্রম পরিচালনা না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সেই সাথে ঐ বিজ্ঞপ্তিতে আরোও জানানো হয় যে, সাংবিধানিক বাধ্যবাধকতা থাকায় প্রত্যেক চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আর চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের এক বা একাধিক ম্যাজিস্ট্রেট যথাযথ স্বাস্থ্যবিধি মেনে শারিরীক উপস্থিতিতে দায়িত্ব পালন করবেন।