1. admin@adalatnews.com : Admin :
  2. juristcommunication@gmail.com : muradjc :
বাংলাদেশের জেলা পর্যায়ের দেওয়ানী ও ফৌজদারী আদালত সংক্রান্ত গুরুত্বপূর্ন তথ্য। - আদালত নিউজ
বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩, ০৯:৩৯ অপরাহ্ন

বাংলাদেশের জেলা পর্যায়ের দেওয়ানী ও ফৌজদারী আদালত সংক্রান্ত গুরুত্বপূর্ন তথ্য।

Reporter Name
  • Update Time : সোমবার, ৮ জুলাই, ২০১৯
  • ৮৫১ Time View
District Judge Court in Bangladesh জেলা জজ আদালত
District Judge Court in Bangladesh জেলা জজ আদালত

বর্তমানে বাংলাদেশের ৬৪ টি জেলাতেই রয়েছে জেলা জজ আদালত বা জেলা জর্জ কোর্ট। এবং ১২ টি সিটি কর্পোরেশন এর মধ্যে মোট ৫ টিতে রয়েছে মহানগর আদালত। তাই জেলা আদালত এবং মহানগর আদালত সহ সর্বমোট অধস্তন আদালত রয়েছে ৬৯ টি। এছাড়া এর বাইরে রয়েছে সর্বমোট ৮ টি ট্রাইবুনাল। এবং জাতীয় পর্যায়ে একমাত্র উচ্চতর আদলত রয়েছে যাকে আমরা বাংলাদেশ সুপ্রীম কোর্ট বলে থাকি।

৫ টি মহানগর আদালতগুলো হলোঃ

১. ঢাকা মহানগর আদালত

২. চট্রগ্রাম মহানগর আদালত

৩. খুলনা মহানগর আদালত

৪. রাজশাহী মহানগর আদালত

৫. সিলেট মহানগর আদালত

বাংলাদেশের বিচার ব্যবস্থায় আদালত দুই ধরনের

১. দেওয়ানী আদালত ২. ফৌজদারী আদালত।

১. দেওয়ানী আদালতঃ

সকল জেলায় নিন্মরূপ দেওয়ানী আদালত থাকবেঃ

পদমযার্দা অনুসারে দেওয়া হলো।

জেলা জজ আদালত / (District Judge Court)

অতিরিক্ত জেলা জজ আদালত / (Add. District Judge Court)

যুগ্ম জেলা জজ আদালত / (Joint District Judge Court)

সিনিয়র সহকারী জজ আদালত / (Senior Assistant Judge Court)

সহকারী জজ আদালত / (Assistant Judge Court)

বাংলাদেশে নিন্মরূপ ফৌজদারী আদালত থাকবেঃ

অধস্তন ফৌজদারী আদালতঃ

ক্ষমতা, এখতিয়ার আর পদমর্যাদার দিক থেকে অধস্তন ফৌজদারী আদালত ২ ধরনেরঃ

১. দায়রা আদালত

২. ম্যাজিস্ট্রেট আদালত

ক) দায়রা আদালতঃ  

প্রত্যেক বিভাগে নিম্নবর্ণিত দায়রা আদালত থাকবে-

                                ১) দায়রা জজ আদালত

                                ২) অতিরিক্ত দায়রা জজ আদালত

                                 ৩)সহকারী দায়রা জজ আদালত

মেট্রোপলিটন  এলাকার  জন্যঃ  ১) মহানগর দায়রা জজ আদালত

                                               ২) অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত

                                               ৩) যুগ্ম মহানগর দায়রা জজ আদালত

মেট্রোপলিটন এলাকার জন্যঃ ১) চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট

                                        ২) অতিরিক্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট

                                        ৩) মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট

মেট্রোপলিটন এলাকা ব্যাতীত অন্যান্য সকল এলাকার জন্যঃ

খ) ম্যাজিস্ট্রেট আদালতঃ  

                                 ১) চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত,

                                 ২) অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত,

                                 ৩) প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট আদালত

                                  ৪) দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট আদালত

                                   ৫) তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট আদালত

মেট্রোপলিটন এলাকার জন্যঃ ১) চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট

                                        ২) অতিরিক্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট

                                        ৩) মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট

দেশের জেলা জজ আদালত সম্পর্কে উপরোক্ত তথ্যসমূহ আশা করি আপনাদের ভালো লেগেছে। আমরা প্রতিনিয়ত চেস্টা করবো আপনাদেরকে এরকমই কিছু গুরূত্বপূর্ন তথ্য আমাদের ওয়েবসাইটের মাধ্যেমে দেয়ার।আজকের লেখাটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে আপনার মুল্যবান মন্তব্য জানাবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category

ক্যাটাগরি

© All rights reserved © 2022 AdalatNews

Developed By AdalatNews