1. admin@adalatnews.com : Admin :
  2. juristcommunication@gmail.com : muradjc :
গ্রেফতারের ৮ দিনের মধ্যেই কলেজ ছাত্রী ধর্ষন মামলার আসামীর জামিন! - আদালত নিউজ
বুধবার, ০৭ জুন ২০২৩, ০৮:৩০ পূর্বাহ্ন

গ্রেফতারের ৮ দিনের মধ্যেই কলেজ ছাত্রী ধর্ষন মামলার আসামীর জামিন!

Reporter Name
  • Update Time : বুধবার, ১০ জুলাই, ২০১৯
  • ৫৬২ Time View
ধর্ষন মামলার আসামীর জামিন
ধর্ষন মামলার আসামীর জামিন

শরীয়তপুরে কলেজছাত্রী ধর্ষনের মামলায় জামিনে মুক্ত পেল জাজিরা পৌর মেয়র ইউনুছ ব্যাপরীর ছেলে মাসুদ ব্যাপারী। প্রেফতারের ৮ দিন পর গত সোমবার বিকেলে তিনি জামিনে মুক্তি পান।

পুলিশ জানায়, গত ২৯ শে জুন রাতে কলেজছাত্রী ধর্ষনের শিকার হন। ওইদিন মাসুদ ওই কলেজছাত্রীকে তার স্ত্রীর সাথে দেখা করার জন্য তার বাড়ীতে ডাকেন। ওই মেয়ে তার অন্য সব কাজ শেষ করে সন্ধ্যা ৭ টার দিকে মাসুদের বাড়ীতে যান। কলেজ ছাত্রীর বক্তব্য অনুযায়ী মাসুদ তার আত্নীয় ছিলেন। আর সেই কারনেই তিনি মাসুদের বাড়ীতে গিয়েছেন। মেয়েটি মাসুদের বাড়ীতে গিয়ে মাসুদের পরিবারের কাউকে না পেয়ে ফিরে আসার চেস্টা করলে মাসুদ তাকে আটকে রেখে ধর্ষন করেন। এর পরেই মাসুদ মেয়েটিকে হত্যার চেস্টা করেন। মেয়েটি মাসুদের বাড়ি থেকে কোন রকমে বের হয়ে চিৎকার করলে এলাকার কয়েকজন নারী তাকে উদ্ধার করেন। পরের দিন মাসুদের বিরূদ্ধে জাজিরা থানায় ধর্ষনের মামলা করা হয়। বিগত ১লা জুলাই মাসুদকে জেলা কারাগারে পাঠানো হয়। এবং ৭ ই জুলাই আসামী পক্ষ জামিনের আবেদন করলে আমলি আদালত জামিন নামঞ্জুর করেন। পরে জেলা ও দায়রা জজের দায়িত্বে থাকা অতিরিক্ত জেলা ও দায়রা জজ মরিয়ম মুন জামিন মঞ্জুর করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category

ক্যাটাগরি

© All rights reserved © 2022 AdalatNews

Developed By AdalatNews