নিজেদের সক্ষমতা আর শক্তির পরিচয় দিতে এবার পাকিস্তানের জন্য শক্তিশালী ও অত্যাধুনিক প্রযুক্তির কৃত্তিম বুদ্ধিমত্তাসম্পন্ন আত্নঘাতী ড্রোন বানানোর কাজ শুরূ করেছে ভারত। ভারতীয় গনমাধ্যম এনডি টিভির এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।প্রতিবদেনে আরও বলা হয় ড্রোনগুলো কোন বাধা ছাড়াই পাকিস্তানের সীমান্তে ঢুকে যাবে। এবং স্বয়ংক্রীয়ভাবে শত্রুকে কৃত্রিম বুদ্ধিমত্তার সাহয্যে চিনে নিয়ে নিজেই শুরূ করবে আত্নঘাতী হামলা। আর এমন ড্রোন নিমির্ত হবে একটি দুটি নয়। হাজার হাজার ড্রোন এই রকম হঠাৎ করেই সীমান্তে ঢুকে হামলা চালাতে সক্ষম হবে। তবে এই খবরের পর পাকিস্তানও নিশ্চই নিশ্চিন্তে বসে থাকবে না। দেখা যাক পাকিস্তান এর মোকাবেলা করতে কি প্রস্তুতি নেয়। তবে বর্তমানে অর্থনৈতিক ভাবে দুর্বল পাকিস্তান এই মোকাবেলায় কতটুকু তৎপর হবে তাই এবার দেখার বিষয়।