ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল কমিটি বুধবার (২ ফেব্রুয়ারি) সকালে ঘোষণার পর ভিডিও কলে প্রধানমন্ত্রীকে অবহিত করেন ছাত্রলীগের শীর্ষ চার নেতা—কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয়, সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য, ঢাকা বিশ্ববিদ্যালয় সভাপতি সনজিত চন্দ্র দাস ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন।
তারপর সেই ভিডিও কলের স্ক্রিনশট নিয়ে নিজ নিজ ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করে উচ্ছ্বাস প্রকাশ করেন তারা।
প্রধানমন্ত্রীর সঙ্গে ভিডিও কলে কী কথা হয়েছিল জানতে চাইলে সাদ্দাম হোসেন বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের হল শাখা ছাত্রলীগের সদ্য ঘোষিত কমিটি সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করা হয়। প্রধানমন্ত্রীর সঙ্গে আমাদের সৌহার্দ্য বিনিময়।’
বুধবার সকালে চার শীর্ষ নেতা সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৮টি হলের আংশিক কমিটি ঘোষণা করেন। পূর্নাঙ্গ কমিটি কবে নাগাদ সম্পূর্ণ করতে আংশিক কমিটিকে নির্দেশ দেওয়া হয়েছে জানতে চাইলে সাদ্দাম হোসেন বলেন, এখনও তাদেরকে এ বিষয়ে কোনও নির্দেশনা দেওয়া হয়নি। প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।’