মাদারীপুরের কালকিনি উপজেলার ফাঁসিয়াতলা বাজারের কাছে মানিক সরদার (৫০) নামের এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করা হয়েছে।
সোমবার রাতে এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ। নিহত মানিক সরদার একই এলাকার আলমগীর সরদারের ছেলে। তিনি ফাঁসিয়াতলা বাজারে কাপড়ের ব্যবসা করতেন।
পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো প্রতিষ্ঠান বন্ধ করে বাড়ি ফিরছিলেন মানিক সরদার। রাত সাড়ে ৮ টার দিকে কালকিনি উপজেলার আলী নগর ইউনিয়নের ফাঁসিয়াতলা বাজারের কাছে একদল দুর্বৃত্ত তার ওপর হামলা চালায়। এ সময় দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে আহত করে নদীর পাড়ে ফেলে রেখে যায়। পরে গুরুতর আহত মানিকের চিৎকারে স্থানীয়রা ও পরিবারের লোকজন এগিয়ে আসে। তাকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রিয়াদ মাহমুদ আহত মানিক সরদারকে মৃত ঘোষণা করেন।
কালকিনি থানার ওসি ইশতিয়াক আশফাক রাসেল বলেন, ফাঁসিয়াতলায় মানিক সরদারকে কুপিয়ে হত্যার ঘটনা কে বা কারা কিসের জন্য ঘটিয়েছে, সে বিষয়টি স্পষ্ট নয়। বিষয়টি নিয়ে কাজ চলছে।