1. admin@adalatnews.com : Admin :
  2. juristcommunication@gmail.com : muradjc :
শূন্য পদে নিয়োগের গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে এনটিআরসিএ। - আদালত নিউজ
শুক্রবার, ০২ জুন ২০২৩, ০৫:৫১ অপরাহ্ন

শূন্য পদে নিয়োগের গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে এনটিআরসিএ।

Reporter Name
  • Update Time : রবিবার, ৫ ডিসেম্বর, ২০২১
  • ৫৩৭ Time View
এনটিআরসিএ
এনটিআরসিএ

১৯৩টি শূন্য পদে ট্রেড ইনস্ট্রাক্টর নিয়োগের বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। আগ্রহী নিবন্ধনধারী প্রার্থীরা ৫ ডিসেম্বর সকাল ১০টা থেকে ২০ ডিসেম্বর রাত ১২টা পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম: ট্রেড ইনস্ট্রাক্টর

পদসংখ্যা: ১৯৩

চাকরির ধরন: এমপিও

মোট শিক্ষাপ্রতিষ্ঠান: ১৬০

ট্রেডের নাম পদসংখ্যা:

১. সিভিল কনস্ট্রাকশন (১৩)

২. কম্পিউটার অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি (১)

৩. ফুড প্রসেসিং অ্যান্ড প্রিজারভেশন (৮২)

৪. জেনারেল ইলেকট্রনিক ওয়ার্কস (২৭)

৫. জেনারেল ইলেকট্রনিকস

৬. প্লাম্বিং অ্যান্ড পাইপ ফিটিং এবং

৭. রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং (৪৬)।

বয়সসীমা: ১ জানুয়ারি ২০২১ তারিখে ৩৫ বছর বা তার কম হতে হবে। তবে ২০১৮ সালের ১২ জুনের আগে যারা শিক্ষক নিবন্ধন সনদ পেয়েছেন, তাদের ক্ষেত্রে বয়সসীমা শিথিলযোগ্য। আবেদনের নিয়মসহ বিস্তারিত জানতে , http://surl.li/awiix

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category

ক্যাটাগরি

© All rights reserved © 2022 AdalatNews

Developed By AdalatNews