বাংলাদেশ সুপ্রীম কোর্ট এর অবকাশকালীন ছুটি এবং পবিত্র ঈদ উল আযহার ছুটি সহ আগামী ২ রা আগস্ট থেকে ১৭ ই আগস্ট পর্যন্ত বাংলাদেশ সুপ্রীম কোর্ট বন্ধ থাকবে। উক্ত সময়ে বিচার বিভাগীয় সমস্ত কার্যক্রম বন্ধ থাকবে। বাংলাদেশ সুপীম কোর্ট এর ২০১৯ সনের ক্যালেন্ডার তথ্য অনুযায়ী অত্র তথ্য প্রদান করা হলো। উল্লেখ্য বাংলাদেশ সুপ্রীম কোর্ট আপীল বিভাগ রূলস এর অর্ডার-০২ রূল-০৩ এবং হাইকোর্ট বিভাগ রূলস এর ৩য় অধ্যায় এবং রূল-২ মোতাবেক সুপ্রীম কোর্ট এর বিচারক ও কমকর্তা ও কর্মচারীবৃন্দ অবকাশকালীন ছুটি ভোগ করেন। তাদের এই অবকাশকালীন ছুটি সুপ্রীম কোর্ট এর ক্যালেন্ডারে নীল চিহ্নিত করে রাখা হয়। এবং লাল চিহ্নিত দিনগুলো সরকারী ছুটির দিনকে বোঝানো হয়।