ঢাকা আইনজীবী সমিতির নির্বাচন ২০২২ অনুষ্ঠিত হবে আগামী ২৩ ও ২৪ শে ফেব্রুয়ারী। ঢাকা আইনজীবী সমিতির এই নির্বাচনকে ঘিড়ে পুরো আদালত চত্বর এখন নির্বাচনী প্রচারনায় ব্যাস্ত।
ঐতিহ্যবাহী ঢাকা আইনজীবী সমিতির বয়স প্রায় ১৩৩ বছর। দীর্ঘ এই সময়ে এই বার দেশকে উপহার দিয়েছে অসংখ্য ইতিহাস আর ঐতিহাসিক ব্যাক্তিকে । এই বারের আধুনিকায়ন এখন সময়ের দাবী। আইনজীবীদের বেনোভোলেন্ট ফান্ড থেকে শুরু করে আইনজীবীদের কল্যানে একটি শক্তিশালী কার্যকর সমিতির ভীষন প্রয়োজন মনে করেন আইনজীবীরা।
আদালত নিউজকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকার এ এই বছর সিনিয়র সহঃ সাধারন সম্পাদক পদে প্রার্থী এ্যাড. মোঃ জহিরূল হাসান মুকুল বলেন, “ঐতিহ্যবাহী এই বারের ১৩৩ বছর হলেও যুগের সাথে তাল মিলিয়ে এই বারের আধুনিকায়ন সেভাবে হয়নি। আমার একার পক্ষে যদিও বড় কোন পরিবর্তন আনা সম্ভব নয় তবে আমার যায়গা থেকে চেস্টা করবো আইনজীবীদের কল্যানে আমার সাধ্যমত কাজ করার”।
সরেজমিনে গিয়ে দেখা যায়, নির্বাচনী প্রচারনায় ব্যবহৃত পোস্টার ও কার্ড পুরো আদালত চত্বরে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। মানুষের পায়ের নিচে পড়ছে প্রার্থীদের ছবি। আইনজীবীদের দাবী সমিতির আধুনিকায়নের পাশাপাশি নির্বাচনী প্রচারনাতেও আনতে হবে পরিবর্তন। কাগজের এই রকম ব্যবহার পরিবেশ ও প্রকৃতির জন্য ক্ষতিকর।