পাকিস্তানের ইতিহাসে এই প্রথমবারের মত এত টাকা জরিমানা দিতে হচ্ছে পাকিস্তান সরকারকে। আন্তর্জাতিক শালিশ আদালতের রায়ে পাকিস্তানকে এই জরিমানা প্রদান করতে বলা হয়। চিলি ও কানাডার যৌথ খননকারী সংস্থা টেথিয়ান কপার কোম্পানী (টিসিসি) এর সঙ্গে বেআইনীভাবে খনী চুক্তি বাতিল করে দেওয়ায় সংস্থাটির অভিযোগের প্রেক্ষিতে ফ্রান্সে অবস্থিত আন্তর্জাতিক শালিশ আদালত পাকিস্তানকে এই জরিমানা করেন।
সোনা ও তামার আকরিকের জন্য বিখ্যাত পাকিস্তানের বেলুচিস্তানের রেকো ডিগ এলাকা। ইরান ও আফগানিস্তান সীমান্তবর্তী এই রেকো ডিগ এলাকায় চিলি ও কানাডার যৌথ খননকারী সংস্থা টেথিয়ান কপার কোম্পানী (টিসিসি) ২০১০ সাল পর্যন্ত এই খনীতে প্রচুর অর্থ বিনিযোগ করেছে। কিন্তু কোন কারন ছাড়াই এই কোম্পানীটির ইজারার নবায়ন আবেদন বাতিল করে দেয় পাকিস্তান। এরপর ২০১৩ সালে এই চুক্তিটিই বাতিল বলে জানিয়ে দেয় পাকিস্তান হাইকোর্ট।